[ স্বপ্ন ও অভিমান ]


তোমার দুচোখ আজ দেখেছি যে
ছলছল জলে ভরা,
আঁখি-কোণ হতে মুক্তো যে ঝরে
দৃষ্টি বাঁধন হারা।
মাথার ওপর ভাঙে যে আকাশ
নামে বাদলের ধারা,
মন যেন হয় আনমনা আজ
হৃদয় আকুল করা।
দৃষ্টি সমুখে ঘোর আঁধার নামে
প্রাণ জুড়ে অনুতাপ,
ব্যথায় ব্যথায় মন ভরে যায়
জমে শত পরিতাপ।
আকাশ-বাতাস ভারি হয়ে যায়
মনটা পাগলপারা,
সহসা লুটায় থমকানো ঝড়
কম্পিত হয় ধরা।
বুকের মাঝেতে লাফ দিয়ে ওঠে
কূল ছাপানো সে ঢেউ,
রুদ্ধ হৃদয়ে মনের দুয়ারে
কড়া নাড়া দেয় কেউ।
ঈশান কোণেতে রঙ ফিকে হয়
সরে যায় মেঘ-ছায়া,
ভালোবাসা পুনঃ প্রাণ ফিরে পায়
সরিয়ে ধূসর কায়া।
মেঘলা আকাশে উঁকি দেয় আলো
ভাসে ধরনীর 'পর,
মনের গ্লানিকে ঠেলে দিয়ে দূরে
বাঁধে সে নতুন ঘর।
হৃদয় মাঝেতে তোমারই ছবি
ভালোবাসা ভরা দান,
তোমাকেই ঘিরে আমারই যত
স্বপ্ন ও অভিমান।


[কুয়েত, ২৬ শে জুন ২০১৭]
©চিন্ময়