[ তথাপি জীবন ]

কখনো ডুব দিয়েছ মনের গভীরে?
তুলতে চেয়েছ না বলা কথাদের?

মনের গভীরে ডুব দিলে
পাওয়া যায় অনেক না বলা কথাদের,
যে কথার যোগ মনের সাথে মনের
আত্মার সাথে আত্মার।

একটা জীবন কতই বা বড়!
দুটো মনের চাওয়া পাওয়া
আর একে অপরকে বুঝতেই
চলে যায় সংসার সীমান্তে।
তার মাঝে রয়ে যায়
কত শত না বলা কথা
কেবলই শোনার অনিচ্ছায়।
না বলা কথারা দলবেঁধে ফেরে
স্বপ্ন সংসারের আঙিনায়।

ঘনিষ্ঠ মিলন আর বংশগতির ধারায়
জীবন থেকে জীবন বেড়ে ওঠে।
স্বপ্নের পথে না চলেও
সংসার বয়ে চলে তার গন্ত্যব্যে।
মনের হদিস আর না বলা কথারা
রয়ে যায় অধরা।

এই কি তবে সুখের চাবিকাঠি?
কখনো কি জানতে ইচ্ছে করে
একটা মন কি চায়
অন্য মনের কাছে।
কখনো ইচ্ছে হয় কি
গাঢ় আঁধারের বুক চিরে
উপড়ে আনতে সেই না বলা কথাদের?
সংসারের জটিল আবর্তে
যারা প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে
তিমির থেকে আরও তিমিরে।

সংসারের আবর্তে ঘুরতে থাকা
সেইসব না বলা কথারা
দীর্ঘশ্বাস হয়ে ভেসে যায়
সংসারের অলিতে গলিতে,
প্রতীক্ষায় থাকে
আরো এক জীবনের।

[দুবাই, ২৭শে অক্টোবর ২০১৬]
©চিন্ময়