[ তোমার ডাকে ]


তোমার ডাকে সাড়া দিয়েই
আজ দুজনার পথচলা,
তোমার ডাকে কুল মিলেছে
রূপ সাগরে ভাসিয়ে ভেলা।
তোমার ডাকে হৃদয়ে মিল
সেই মিলেতেই কাছে আসা,
তোমার ডাকে আজও মনে
ঠিক জেগে রয় ভালবাসা।
তোমার ডাকে মনের মাঝে
নিত্য জাগে চাওয়া পাওয়া,
তোমার ডাকে অমোঘ টানে
নিত্য তোমার পানে ধাওয়া।
তোমার ডাকে জোয়ার আসে
কূল ছাপিয়ে হৃদয় 'পরে,
তোমার ডাকে অতীত ফেরে
আমার মনে বিজন ঘরে।
তোমার ডাকে মনের কোনে
বসেন্তেরই আনাগোনা,
তোমার ডাকে উড়তে শুরু
মন আকাশে ভাসিয়ে ডানা।
তোমার ডাকেই ডানা মেলে
নীল আকাশেই ভেসে থাকা,
তোমার ডাকে কূল হারিয়ে
নিজের নীড়ে ফিরতে থাকা।
তোমার ডাকে মনের কালি
ফিকে যে হয় মনের মাঝে,
তোমার ডাকে সাড়া যে পাই
জগৎ মাঝে সকল কাজে।
তোমার ডাকে আকাশ ঝেঁপে
বৃষ্টি নামে পাগল-পারা,
তোমার ডাকে সৃষ্টি সুখের
উল্লাসেতে মাতল ধরা।
তোমার ডাকে আমার মন
চেয়ে থাকে নতুন আশায়,
তোমার ডাকে এ-প্রাণ ভরে
স্নিগ্ধ মধুর ভালবাসায়।
তোমার ডাকে মধুর স্মৃতি
থাকে যে মোর হৃদয়পুরে,
তোমার ডাকে খুশির ছোঁয়া
আলোকে যায় ভুবন ভরে।।


[দুবাই, ২০১৬]
@চিন্ময়