[ত্রাসের ধনতেরাস]


সোনা কেনার নয়া ফ্যাশন
অ-বঙ্গীয় চাল
সেই হুজুগে বাঙলা মাতে
হায়রে কলিকাল।
ধনতেরাসই শুভ লগন
সোনা কেনার ঢল
এই দিনেতেই কিনতে হবে
হায়রে খুড়োর কল।
নতুন সোনা কেন চাই-ই-চাই
পুরানোর কি দোষ
এর উত্তর জানতে চাইলে
বাড়েই কেবল রোষ।
ধনতেরাসে কিনলে সোনা
কপাল যদি ফেরে
এই ভাবনায় হিড়িক পড়ে
জুয়েলার্সের ঘরে।
সুযোগ দেখে আসছে শত
ছাড়ের প্রলোভন
জুয়েলার্সদের পোয়া বারো
লুটছে বোকার ধন।
বোকার হদ্দ বঙ্গ সমাজ
বোঝে না এই ছল
হাঁড়ি কাঠে গলায় মাথা
এমনি গ্যাঁড়াকল।
কোন জুয়েলার ছাড়ছে কত
এটাই কানাকানি
ছাড়ের ফাঁদে হায় বাঙালী
টানছে আজও ঘানি।
সোনা-দোকানে লম্বা লাইন
ভাবখানা সব এমন
ভাগ্য বুঝি ফসকে পালায়
পেরিয়ে গেলে লগন।
ও জনগণ একটু ভাবো
বোধকে লাগাও কাজে
ঋণের ফাঁদের মুক্তি হবে
বাঁচবে খোশমেজাজে।


[দুবাই, ২৪শে অক্টোবর ২০১৯]
©চিন্ময়