[তুমি আসবে বলে]


সাজিয়েছি ঘর সকাল থেকে
তুমি আসবে বলে,
জানালা দিয়ে তাকিয়ে আছি, প্রতীক্ষাতে,
তোমার আসার পথের দিকে—
একলা মনে।


মনের মধ্যে উথাল-পাথাল স্বপ্ন ঘেরা,
কান পেতেছি কলিং বেলে—
এই বুঝিবা ঘণ্টি বাজে,
অপেক্ষাতেই তাকিয়ে দূরে, হারিয়ে গেছি
কালের ভিড়ে।


বাইরে হঠাৎ
মেঘ ঘনিয়ে বৃষ্টি এল, টাপুর-টুপুর,
জানালা দিয়ে ঝাপটা এসে
ছুঁয়ে গেল আমার শরীর, এক নিমেষে,
সিক্ত দেহে স্পর্শ পেলাম অতি চেনা—
চেতন জুড়ে।


টের পেয়ে যাই, উপস্থিতি, তোমার আসার,
উদাস মনের বিজন ঘরে—
ঠিক যেন এক অভিসারে।
বাইরে তখন ডাকছে ঝিঁঝিঁ,
পাল্লা দিয়ে ভিতর মনেও বৃষ্টি পড়ছে,
এক-নাগাড়ে।


অপূর্ব সে এক অনুভূতির দোলায় দুলে
মগ্ন ছিলাম যেন বুঝি আজন্মকাল,
হঠাৎ বিকট বজ্রপাতে চমকে উঠি,
তাকিয়ে দেখি, আকাশ পানে,
বৃষ্টি কোথায়! কোথাও তো নেই মেঘের দেখা,
এই সময়ে।


খাঁ-খাঁ পথে লোক চলাচল থমকে গেছে,
কলিং বেলটা বেজেই যাচ্ছে এক-নাগাড়ে
দেয়াল ঘড়ি সময় জানায়, ঢং-ঢং-ঢং।


[দুবাই, ১০ই মে ২০২০]
©চিন্ময়