[ তুমি এসেছিলে ]


তুমি এসেছিলে
একমুঠো স্নিগ্ধ আবেশ নিয়ে
মনের কিনারায় জমা ধূলোর পাহাড় ঠেলে।
গহীন অরন্যে আঁকাবাঁকা পথে
চলার মাঝে ধরা দিয়েছিলে তুমি,
তোমার ছোঁয়া মেখেছিল সারা শরীরে,
প্রাণে জেগেছিল সুখের স্পন্দন।
বনানীর গা বেয়ে নিস্তব্ধতা ঝরে পড়ার মাঝে
তোমার স্পর্শ শিহরণ তুলেছিল সমস্ত সত্তায়,
নিস্তব্ধতা ভেঙে ঝিঁঝিঁর ডাক
ভেসে এসেছিল তোমায় বাহন করে,
পাতার মর্মর শব্দ পৌঁছে দিয়েছিলে তুমি
আমার প্রাণের দুয়ারে।
শন শন শব্দে ছুটে এসেছিলে তুমি
বনরাজি মুখরিত করে,
অনাঘ্রাত চুম্বন এঁকে দিয়েছিলে
আমার ওষ্ঠে, আমার তন্ত্রীতে তন্ত্রীতে।
দিঘির জলে খেলায় মত্ত ছিলে তুমি
তরঙ্গ লহরী তুলে পাড়ের সাথে।


বনানীর বুক চিরে ভেসে আসা
একটুকরো নীল আকাশ যখন
ছুঁয়ে গিয়েছিল দিঘির জলকে,
রাঙিয়ে দিয়েছিল তাকে নিজের রঙে।
খেলা ছলে তুমি বারবার
মুছে দিচ্ছিলে সেই রঙ
তরঙ্গ প্রলেপ দিয়ে।
একফালি বাঁকা রোদ যখন
স্পর্শ করল আমায়
তুমি বনানীর মাঝে আলোড়ন তুলে
নিস্তব্ধতা ভেদ করে এক লাহমায়
ছিনিয়ে নিয়ে গেলে সেই স্পর্শ,
আনুভব করলাম তোমার শীতলতা,
তোমার উপস্থিতি,
তুমি বাতাস।


[কুয়েত, ১৫ই জুলাই ২০১৭]
@চিন্ময়