চিন্ময় বসু
২৭১১২০২১


বিগত জীবনের রুধির ও রহস্য।
আমার চোখের সামনে চরম প্রশ্নরা জাগে।
চাঁদের মলিন আলোয় চিহ্নগুলি আরো অস্পষ্ট হয়।


কালো রক্ত, মোচড়ানো প্রাণের উষ্ণ আবেশ
তুমি ছিঁড়ে দিলে দূরে  অনির্দেশ হৃদয়ের শব্দের কালিমালিপ্ত, গ্রীষ্মের দমবন্ধ গভীর জীয়ন বাষ্প মত কান্নার অগভীর নদীতে। সেখানে ডুব দেওয়া যায়।  সেখানে আলো নেই, গন্ধ -স্পর্শ, ভালোবাসা নেই; শুধু নিঃশব্দে চলে যাওয়া।


শরীরের বিষাদ স্মৃতি বৃদ্ধ আগ্রহে মত অনাদি শুয়ে থাকে যেমন চাঁদ থাকে, নির্জন পরিত্যক্ত চাঁদ; সাদা ঘাড়ে তবু এখনো ঘুণ ধরেনি এখনো কিছু পেশী আশার আলোর মত জেগে আছে।


এখানে মাটির ওপর হোগলা বাদা বনে টাটকা
সবুজের জায়গা সজীবতা।  আমি তাও সেই দুঃখ ছায়ায় অশরীরী শুদ্ধ  জল সন্ধানে ফিরি,   কিংবা যদি এক ফোঁটা লোহিত শোণিত আজো বাকি থাকে।


দগ্ধ হৃদয়, বেদনার, চাঁদের, যে হৃদয় এক দিন কেঁপেছিল দু হাতের চালুর ভিতরে, লাল শিরা চেয়ে সেই পাল তোলা  চুমুর তুফানে দিশেহারা হয়েছিল আর যে শরীর নিবিবি আলিঙ্গনে ধরা ছিল প্রাণবন্ত স্পন্দিত দেয়ার বিপরীতে উদ্বেল আবেগে।