চিন্ময় বসু



আমি বেরিয়ে গেছি, আমার প্রিয় শহর ছাড়িয়ে।
চারিদিক ফ্যাকাশে ধোঁয়াটে।
বাড়ি ঘর আমার স্বপ্ন মানুষের মুখ।  
নিবিড়তা মুছে গিয়ে এখন আবার
নিরেট হয়ে যাচ্ছে আগের মত।
প্রানের চিহ্ন গুলি একে একে ছেড়ে যাচ্ছে।
দেহ এখন ধাতব, নিষ্ঠুর। নির্দয় গাছের মত।
সূর্য এসে খাড়া দাঁড়ায়।
বেঁচে আছি বলে ভুল আনন্দে হৃদয় ব্যতীত
আজ শুধু সময়ের অধিকারে।
আকাশে কি ঘোলাটে মেঘ
আবর্জনার মত দিকচক্রবাল জুড়ে
এখানে সেখানে প্রাণ ছড়িয়ে ছিটিয়ে বিস্বাদ।
রাত্রিজুড়ে আধ খাওয়া সবুজ চাঁদের ফালি আর
মিথ্যে তারাদের স্ফটিক টুকরো মিটিমিটি জ্বলে যায় আমাদের বাড়িঘর ধূসর কাগজে
এখনো গতদিনের হালকা আকাশি।  
এখনো কাঁচাটে চাঁদ, পাখীরা জাগেনি পুরোপুরি।
ততখনে বোধে আসে, রাস্তার আলো নিভে যায়
বস্তু ও প্রাণী মিলেমিশে
সত্যি বিষাদের মত শুধু প্রাণে জেগে থাকে
সময়ের সীমানা ছাড়িয়ে।