কষ্টিপাথর


চিন্ময় বসু
৭।৯|২০


ফিরে এসো
           আমার জীবনে
ফিরে এসো
             তোমার জীবনে।
ও নেই পাথর তোমার ভরসায়
তোমার আশায়
আমার জীবন।
ওহ! আমার শঙ্কা,
তুমি তো আমায় চেনো।
আর আমার স্বপ্ন! তুমিও তো জানো।


ঘুমে,অন্তর্ধানে ও পাথর
তুমি উড়ে এসো জাগ্রত,
বাঁধ ভেঙ্গে ধারালো ঢেউএর
সফেদ ফেনিল উচ্ছলতায়
ভর করে এসো
লাগামহীন ঘোড়ার প্লুতগতি
শব্দ তুলে।
কখনো বা মাঝ রাতে
এক ঠায় খাড়া তারার
মত নির্নিমেষ,
বুকে শলাকা বেঁধার বিস্ময়ে,
মুখ টিপে উন্মুক্ত ক্ষতের
আর্তনাদ ও গানের মত ফিরে এসো।


শুকনো কারুকাজ করা কালো
পাতাগুলি ঝরে অবিরাম,
সুন্দরী তারাগুলি এখন বাঘিনীর
মত পাশ ফেরে।
অলস বিজুরী, স্থির ঈগলের পলক
পড়ে না।
পালক ঝরে যায়।
সুসজ্জিত তীরের ফলা নেমে আসে
অবশেষে ।
অমোঘ অন্তিম প্রহরে দেখা যায়
রক্ত ঘড়িতে সময় মিলিয়ে,
এই জীবনের কষ্টিপাথর।