চিন্ময় বসু


আধুনিকতা সবাইকে জড়াতে চায়।
ভুল বোঝায় যে তার
চিন্তারা সব জাগ্রত। কিন্তু এই
জাগ্রত চিন্তা আমাদের
রাত্রির দুঃস্বপ্ন ছাড়া কিই বা দেয়।
দুঃস্বপ্নের ঘরগুলি জুড়ে
যুক্তির আয়নায় শুধুই
অনন্ত নির্যাতন।


নির্জনতাই মানুষের
সবচেয়ে শক্তিশালী সত্য।
মানুষ ছাড়া আর কে জানে
যে সে একাকী।


শহরে মানুষ মৃত্যু উচ্চারণ করে না
তাদের ঠোঁট পুড়ে যায়।
অবশ্য আমরা মরন নিয়ে থাকি,
মস্করা করি, আলিঙ্গন করি,
তাকে নিয়ে ঘুমাই।
মৃত্যু উদযাপন করি আমরা,
খেলা করি। এ হলো আমাদের
প্রিয় খেলনা, দুরন্ত ভালোবাসা।


তবে ভয় কি নেই, সবাইএর মতই
ভয় আছে তবে লুকোই না।
আমরা মুখোমুখি তাকিয়ে থাকি,
ধৈর্য, বিরক্তি ও হতাশায়।