এই সময়ে আবার দেখা যায়,
বনজ্যোৎস্নায় পোড়ো বাড়ীর  
দেওয়ালের ধুঁধুল ফল ও
হলুদ ফুল ।
আর কালো আকাশে
রাতের পাখীরা উড়ে যায়  
নীরব ডানা মেলে ।


যন্ত্রনা পাই, মনে পড়ে
মৃতদের দৃষ্টির বাইরের এইসব ছবি।
আমরা যা নিযে বাঁচি
তাই নিমেষে মিলায়?
এই সব ছবি?


মন কে কি করে বোঝাই,
স্বান্তনা দিই!
নিজেকে প্রবোধ দিই,
অশরীরী যে
তার আর কিসে আসে যায়,
কি প্রয়োজন আর
জীবনের আনন্দ বিধান।


হয়তো অনস্তিত্বই যথেষ্ট, সহজ।
শুধু তা কল্পনাতে আনাই
যা একটু কঠিন।