আধখোলা গোধূলির আলো
ঢিলেঢালা বাগানের ফাঁকে
কি করে টিকে থাকে
এই সন্ধ্যায়।


অল্প আলোয় ভরা
আঁধারের বাঁকে
অবনত শাখা জুড়ে
নীড়ে ফেরা
পাখীদের ভীড়।


দুরে বেড়ার মাথা এখনো টাটকা
ঝিকিমিকি আলো ফুটে আছে
নিজে নিজে একা নিভে যাবে বলে।


রাতের আশায় ঝোপঝাড়
নিথর ঝর্ণার মতো
রূপসী সেজেছে।


হঠাৎ ঝপাৎ করে  
উঁচু কোন ডাল থেকে
পাখী দিল ঝাঁপ
পুরু ঘাস জমির উপর।
তখন
সীমারেখা ম্লান হয়ে আসে;
অলীক পৃথিবীকে
এত অবাস্তব, অবিশ্বাস্য লাগে।