ভালোবাসার ঘনত্ব


চিন্ময় বসু


মনে রাখার থেকে পাতলা
এই ভালোবাসা
ভুলে যাওয়ার চেয়ে ঘন ।
সামনে থাকলে মালুম হয় না।


ঢেউ,ভিজে ঢেউ যেমন
তীরে আছড়ায় বার বার
তারও থেকে মন্থর হলেও
ব্যর্থতার মত অল্প স্বল্প
নয় এর উপস্থিতি ।


অনেক বেশি চন্দ্রাহত প্রেম
উন্মাদ
তবু বর্তমান থাকে
ক্ষনিকা কিন্তু যদিও,
পৃথিবীর সমুদ্রেরা গভীরতা মাপে।
চুরি করে সমুদ্রও
তার তল পায় না।


তাহলে কি হয়, জিত
কটা আসে এ জীবনে
তারও থেকে বেশি,
সর্বদা মনে মনে, পাশে পাশে থাকে
আনমনে ঘোরে প্রেম!
দিন গুজরান বিবর্ণ,
নেই হয়ে এই বাঁচা, থাকা
পচা নয় অন্তত, অনেক কম তাও,
অনেক উজ্জ্বল চকচকে, ভাই।


যত সন্তর্পনেই কিছু
শুরু তুমি কর
এর মত নিঃশব্দ চরণ! তুমি পাবে?
দয়া ক্ষমা ভিক্ষা এসব তো
এর কাছে জলো মনে হয়
বেমানান হাটুরে।


রৌদ্রজ্জ্বল প্রেমই সত্য শুধু
স্বাভাবিক সবচেয়ে।
আর, আর অমরও,
মরতে পারে না কোনোদিন, রয়ে যায়
পৃথিবী ও বিশ্বের সমস্ত আকাশ পেরিয়ে
আকাশের উচ্চতা ছাড়ায়ে।