কত না অজানা পথে পা ফেলে এসেছি বহুবার,
ছুঁতে চেয়েছি এই পৃথিবীকে,
সীমাহীন স্রোতেরা ফিরিয়ে দিয়েছে আমাকে বারবার।

তবুও অচেনা আলো মাখা পথ ধরে হেরে গেছি আমি,
নিজেকেই হারিয়ে ফেলেছি কোথাও একদিন।

অজানা শব্দগুলো ক্রমাগত আলোড়ন তুলেছে মনের গভীরে,
কোনো নিষ্পাপ স্তব্ধতা আমাকে চিনেছে প্রতিবার।

এ চেনা পথ আমার নয়,
চেনা মুখের ভিড়ে কখনো খুঁজে পাইনি নিজেকে,
হাসির আড়ালে চাপা পড়েছে আমার প্রতিচ্ছবি।

চেনা পৃথিবীর বাঁকে বাঁকে
আজ আহত স্মৃতির হুঙ্কার,যেন বিষণ্ণ বন্যা।।

ক্লান্ত সন্ধেগুলো নেমে এসেছে আগের মতো করেই,
রাতেরা আশ্রয় খুঁজেছে অসংখ্য নক্ষত্রের মাঝে।

রাতজাগা তারারা কখনো বেঁচে উঠেছে,
অন্ধকার ছুঁয়ে জ্বলে থেকেছে আমার অপেক্ষায়।