আজকের পৃথিবীতে মানুষ বাঁচে
কেবল মার্কেটিং করার স্বপ্নে।
আগে পশুরা খেত, এখন মানুষ খাবে
ফার্মের কৃত্রিম মুরগীর চিকেন রোষ্ট।
এখন মানুষের প্রচুর জামার প্রয়োজন
অথচ অর্ধেক জিন্স পড়ে থাকে
ছাদের চিলেকোঠায় অবহেলায়।
আজকের পৃথিবীতে বিবেকের চাইতে
অস্ত্রের ঝনঝনানিই বেশি
ছোট-বড় যেকোনো দেশেই ক্যান্টনমেন্ট থাকে
প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানাবে বলে।
আজকের পৃথিবী কেবল মানুষের শুমারিতেই
ব্যস্ত, অথচ বৃক্ষরা অপেক্ষারত শত সহস্র
বছর ধরে কেবল মানুষের মুখে শুনতে-
পৃথিবীতে কতো বিলিয়ন বৃক্ষ থাকে?
আজকের পৃথিবী ৮ বিলিয়ন
মানুষে ভরপুর, অথচ প্রতিটি মানুষই
নিজ নিজ দুঃখ নিয়ে ঘুমায়,
জেল খানার গুমোট ঘরের
কয়েদীদের মতো বড় নিঃসঙ্গ।