যে গলিতে আমার জীবনপ্রদীপ থেমে যাবে
সেখানেই যেন ঘটে আমার অশেষ বরযাত্রা।
এই একটি মাত্র বাস্তব যাত্রা যা আমাকে নিয়ে
যেতে পারে নীলকান্তের দ্বীপান্তরের পুন্যপথে।
অথচ এই আমি সেই শোভাযাত্রার কাঁটা হয়ে
একদা ভান করেছিলাম দুশ্চরিত্রের ভূমিকায়
আর প্রতিদানে শুধু হৃষ্টপুষ্ট হয়েছিলো আমার
চর্বিজাত সৌরভ, পতিত হয়েছিলো গৌরব
চিরকালের জন্যে, তাই এখন মাথানত করি
কেবল শূন্যে, যাতে ক্যানভাসের সীমানায়
হালকা বেগুনিরঙের শূন্যতায় মিশে পড়ি
অতি সূক্ষ্মতায়, ভবিষ্যতের প্রদীপ্ত বরযাত্রায়।