আমার প্রস্তুতি শূন্যতার কাছাকাছি
সব ফেলে এসেছি, প্রেম, দুঃখ, সংশয়।
এখন শুধু শূন্য আকাশে ভেসে যাওয়ার পালা।
চতুরঙ্গের হাজার প্রশ্ন নিয়ে দেবতার ডানায়
ভর করে যদি আবার ধার নিতাম জীবন!
তবে কী মিটে যাবে সকল অনাকাঙ্ক্ষিত
ঘাসের মেলা, মাথার ভিতর যারা আজও
ঘুরে বেড়ায় গ্রহ-নক্ষত্রের মতন। অথবা
পৃথিবীর ঐসব মিথ্যে, যা আমার কণ্ঠে
একদা ছড়িয়ে পড়ে ছিল তোমার
সাজানো বিশ্বময়তায়!
আজও যা জ্বলজ্বল করে জ্বলে
আর ঝরে পড়ে জলকাদার মতো
প্রথম মানবের অশ্রু হয়ে।