সবকিছুই হাওয়ায় রূপান্তরিত হচ্ছে চোখের সামনে।
তাই রোদেলা দুপুরের চাদর গায়ে শুক্রবারের অপেক্ষায়।
খোলা বারান্দায় আজ কাক জমেছে,
কিছু শালিকও জুটেছে জন্মদিনের কেক হাতে।
তাদের সাথে দুঃসময় ভাগ করাটাও অতি আনন্দের
কারণ তাদের আবেগ-অনুভূতিও তাদের দেহের মতন চর্বিহীন।
আত্মীয়তার মেলা বসবে আজ শহর পেরিয়ে নানার গাঁয়ে,
নাহ, আমি আর কাক হবো না, আত্মীয়তা যেন এখন কাঁটা হয়ে বিঁধে।