ড্যান্ডেলিয়ন, তুমি সৃষ্টির আঁচল
ছড়ানো গ্রীষ্মে তুমি ভেসে বেড়াও
অতল সমুদ্রের জেলি ফিস বেশে।
ড্যান্ডেলিয়ন, মানুষ জানেনা সভ্যতা কি?
তাই সে পৃথিবীর গায়ে ফসিল তেল লেপে
আর আঙুল উঁচিয়ে বলে, এটাই সভ্যতা।
কিন্তু সকল বৈরিতায়, তুমি এক বিদ্রোহী সৃষ্টি
এখনও তুমি সাহস নিয়ে ছড়িয়ে পড়
মহাদেশ থেকে মহাদেশে।
আর ফিস ফিস করে আমাকে বলে যাও,
'আমিই সভ্যতা'।