একদা সবিই বুঝেছিলাম
কিন্তু বাস্তবে বুঝেছি সব হারিয়ে।
অবশ্য সব হারানোটাই জীবন
কিন্তু সবাই বোঝে না এভাবে।
আমরা আমরা অথবা আমি আমি
বলতে বলতে কতো কিছুই যে
জগতের আনাচে কানাচে বদলে যায়,
চর্মচক্ষু নির্ভর মানুষগুলো বোঝে না
এতোসব। এই আমি যখন দেখছি
জীবনটা ফসকে যাচ্ছে তখন
একটু মনোযোগ দিলেই বুঝতে পারি,
আমি আসলেই মুক্ত হচ্ছি ধীরে ধীরে।