ইদানিং ইউথেনেসিয়া বিষয়টি বারবার ঘুরে ফিরে আসে।
আড়ম্বরবিহীন সকালে যখন একটা গরম নানরুটির উদয় ঘটে,
হোটেলের টেবিলে আমার ক্ষুধা পূর্ণ করার স্বপ্নে।
আর আমিও গোগ্রাসে খুন করি তাকে ইতিহাসের ভিতর
শুধু কিঞ্চিৎ বেঁচে থাকার কল্পে।
হাপুশ-হুপুশ, হাপুশ-হুপুশ তারপর অপসারিত ক্ষুধার-দ্যূত,
মেঘাচ্ছন্ন বিকেলে এভাবে যদি জীবনেরও ইতি ঘটে!
ইচ্ছেমত, বেতফেনের রক্তমাংসের সোনাটার মতন।
হঠাৎ নিক্ষিপ্ত পেইনকিলারের বৃন্দাবনে
ইউথেনেসিয়ার টানে।