ঘুম থেকে জেগে দেখি
চারদিকে অদৃশ্য স্বার্থের দেয়াল
বুনে চলেছে লোভী মাকড়শার দল।


তাই আমি যেখানেই যাই
সেখানেই লেপ্টে যাই মাকড়শার জালে
তর্ক ওঠে মৌনতায়, কে কার স্বার্থ খায়?


আমি জানি, তারা কী চায়,
অথবা এই তর্কের শেষ কোথায়?
তাই নিমিষেই হারিয়ে যাই, অদৃশ্য জগতে।