আপাতত আমি তোমাকে বিদায় জানালাম
তবে সেই আপাতত নরম মাটির মতোই,
মোটেই দৃঢ় নয়। কারণ একদিকে এই
আমি যেমন নিজেকে মন্ত্রমুগ্ধ করে রাখতে
জানি, তেমনি আবার মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে
পারি তোমার ফিরে আসার গল্প। তারপর
আলাপের ফাঁকে আমার অক্ষি-যুগল প্রক্ষিপ্ত
করি তোমার চক্ষুগোলকের ভিতর। এভাবে
পাখির মতো ঘুরে ফিরে আমরা মুখোমুখি হই
যুগযুগান্তর ধরে! আবার ভুল বসতো নামও
দিয়ে বসি "ভালোবাসা"।