তুমি কিন্তু শিক্ষিত নও
সেটা তুমি ভালো করেই জানো।
তাই তুমি শিক্ষিতের ভান কর।
গুণ্ডামি করো ক্যাম্পাসে, জ্ঞানী সেজে।
তোমার টাকায় কেনা পি এইচ ডি;
ভিজিটিং কার্ডে লেখা ডক্টরেট;
কোনটির যোগ্য কি তুমি?
হে সাদা রঙের বাঙালী।
যদি তুমি শিক্ষিত হতে
তবে কখনও বাবার নাম
বিক্রি করে জ্ঞানী সাজতে না।
বিদেশ বিভূঁই ভাইকে এনে
শিল্প-বৃক্ষে কুড়ুল মারতে না।
তুমি জানো না হে প্রফেসর
তুমিই আসলে শিল্পের হন্তক,
জাতীর লজ্জা, মানবতার শত্রু।
পৈত্রিক সম্পত্তি কুক্ষিগত করে
এখন বলছ, টাকার কি প্রয়োজন?
হে ক্ষয়ে যাওয়া প্রফেসর।
এখন তোমার স্মৃতিভ্রম হবে,
হয়তো কিছুটা উদার হবে,
তারপর পূর্বের পাপকর্মের কথা
অনায়েশে অস্বীকার করবে।
হয়তো সবকিছুই তুমি এড়িয়ে যাবে, সুকৌশলে
কিন্তু পরবর্তী জীবনটা তোমার কোথায় গিয়ে থামবে,
একবার ভেবে দেখেছো।
হে আজন্ম নার্সিসাস, সাদা প্রফেসর।