ওহে পথিক, আমার মনপূজারী পথিক, পৃথিবীর পথে তুমি নাম-গন্ধবিহীন আজ
হেঁটে চল তুমি ব্যস্ত ফুটপাথ ধরে অদৃশ্য গেরুয়ায় আকাশসম মন নিয়ে।
জানি অহর্নিশ স্মৃতি তোমাকে তাড়িয়ে বেড়াবে সোনালী মুহূর্তের অক্ষত সময়ের ভিতর,
বৃষ্টি নামবে, ঢল নামবে, তারপর কড়া রোদে পুড়ে তুমি ছাই হবে।
এভাবে তুমি একদিন অনস্তিত্বের মাঝে বিলীন হবে অব্যক্ত আনন্দে।
সবাই ভুলে যাবে তোমাকে একদিন,
হে পথিক, আমার মুক্তমনা পথিক, পৃথিবীতে এসে যখন কপাল পোড়ালে,
হেঁটে চলা বাস্তবতার ভিতর তুমি আবার জেগে ওঠো আগুনের শিখা হয়ে।