যদি নিঃশ্বাস গুনতে পারতাম সারাদিন
ঝিরি ঝিরি বৃষ্টিতে সবুজপাতার নিঃশব্দ
উল্লাসে মেতে উঠে বৃক্ষরাজ বনে যেতাম।
তবে অযুত, নিযুত মানদণ্ড পেরিয়ে
নিজের এই অদৃশ্য গেরুয়া বসনটাকে
বিলিয়ে দিতাম প্রকৃতির রাজ্যে।
আর ঝাঁজরার রাজা সেজে
অথর্ব, বানোয়াট রাজকুমারদের
বুঝিয়ে দিতাম কাহাকে রাজা বলে?