কোতোয়ালি থেকে আঁকাবাঁকা পথ যেথায় থেমে গেছে
সেই শেষ অট্টালিকার পঞ্চমতলায় এই অচেনার বসবাস।
জানালায় চাঁদ ওঠে আবার হারিয়ে যায় স্বপ্নের ভিতর
শুকতারাটা যেন সারারাত আগলে রাখে পুরো আকাশ।
সময় ঝরে রুটির মতন - ইচ্ছেরা সব ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়
আর আমি জেগে থাকি কেবল কোন এক অদৃশ্য সুরের অপেক্ষায়।
এদিকে গোলাপের পাপড়ি ঝরে, ফুলের গন্ধও মিশে পড়ে
দেখা অদেখার রডোডেন্ড্রমও হারিয়ে যায় সভ্যতার স্পর্ধায়।
তবুও গাড় কালো পাখিটি গান ধরে - অদৃশ্য গীটারের সুরে সুরে
সেই সুরে আবার পৃথিবী জাগে নতুন করে - ভোরের আলোর মোহে।
আলো ঝরে সবদিকেই - ক্ষয়িষ্ণু টিউবলাইট জুড়ে নামে আলোর বৃষ্টি
নদিও মিশে পড়ে মরিচিকাময় কোন এক বাস্তবতার কুটিল দ্রোহে।
রেখে যায় শুধু ত্রাহি ত্রাহি সুর
দেহের মসৃণতা কুঞ্চিত হয়
গাঁদা ঝরার বহু আগে।