যদি একশো বছর বাঁচি
আর সারাজীবন সুস্থদেহে
নড়াচড়া করি।
তখন এই মাঝবয়সকেই
মনে হবে
আকাশ ছোঁয়া ঘুড়ি।


যদি একশো বছর বাঁচি।
তবে ষাটে এলেই
নতুন করে
ঘর বাঁধবো বুঝি।
যদি একশো বছর বাঁচি।


যদি একশো বছর বাঁচি
তবে মেয়র হওয়ার খায়েশটা
ঝালিয়ে নিতাম বুঝি।
শহরটাকে বাড়িয়ে নিতাম,
শুঁড়ীখানা খুলে দিতাম,
প্রাইভেট গাড়ী তুলে নিয়ে
বাস-ট্রেইনে দেশ ভরিয়ে দিতাম।


যদি একশো বছর বাঁচি
আর সত্তরেতে হঠাৎ করে
প্রধানমন্ত্রীর পদ পেয়ে বসি!
তবে এই তেলসমাতির মন্ত্রীদের
খারিজ করতাম সর্বাগ্রে
পরিবর্তে সফটওয়্যারে
দেশ চালাতাম সানন্দে।


যদি একশো বছর বাঁচি
আর সারাজীবন সুস্থদেহে
নড়াচড়া করি।
তখন এই মাঝবয়সকেই
মনে হবে
আকাশ ছোঁয়া ঘুড়ি।