আমি মরতে বসেছি সেই কবে থেকে,
স্কুল-জীবনের সেই তুমুল করতালি
এগিয়ে নিয়ে গেছে সেই ঘনঘটা আলোর গতিতে।
পিতার মলিন মুখখানায় দেখেছিলাম,
নীরবে সেই নিমগ্নতাকে মেনে নিতে।
আর যখন অষ্টাদশ আমাকে ডানায় ভর করলো
কোন এক বদ্বীপের আফ্রোদিতির প্ররোচনায়।
তারপর থেকে সবকিছু চূর্ণ হল, হল অগোছালো।
তাই এখন শুকনো ডাঙায় বসে বসে ভাবি,
কেবল অতি উৎসাহের তাড়নায় জলাঞ্জলি
দিতে হল এই টসটসে জীবন।