কোথাকার কোন কাক
কার সাথে কথা বলে?
দৃষ্টি তার উচ্ছিষ্টে
আবার উদগ্রীব সে উড়তে।
আমি কিছুটা মানব,
কিছুটা নতজানু কাক।
বয়সে হাড্ডি নুইয়েছে
কিন্তু মনটা উড়ছে স্বর্গলোকে।
কাকে, কাকে কাকেশ্বরের
বন্ধুত্ব যেমন অসম্ভব,
কাকে, কাকে সর্বনাশ
অন্তরেও ছড়াচ্ছে ত্রাস।