আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে সবসময়
কখনও স্যাঁতসেঁতে জমির ফলন্ত ধ্যানী বেশে;
কখনও বা গেরুয়া বসনের মৈত্রীর রাজা সেজে।
কিন্তু অর্থহীন এই জীবনের অস্তাচলে
যেভাবে জট পাকিয়ে বসেছে নীলাভ বাস্তবতা,
তাকে সামলাবে কোন রাজা?
শুধু পুত্রকন্যার দিয়ে তাকিয়ে থেকেও জীবন যেত
কিন্তু তাদের ঘিরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে
যেসব অমানবিক আইন,
তাদেরকে মানবতা শেখাবে কে?
এখন মধ্যবয়সে পা রেখে ভাবছি
কিভাবে এই জীবনের শুভ ইতি ঘটবে একদিন।
কিন্তু সেই সমাপ্তির ঘাড়েও জমেগেছে
প্রচুর অমীমাংসিত দ্রব্য, গান, কবিতা, সুর
আরও কতো কি?
তাই মাঝে মাঝে ঐ মৃত্যুর কথা ভাবতে ভাবতেই
নিবিষ্ট হয়ে পড়ি এক অভুতপুরব ধ্যানে
যার নাম দিলাম "মৃত্যু যখন হবে।"