আমরা এখনও বাতাসের গান শুনি
দখিনা বাতাসে ভরে ওঠে মন।
কে শুনে কার সতর্কবাণীর কথা
বাংলাদেশের দুঃখ কী আর পৃথিবী বোঝে?
পৃথিবী যে ঘুরছে কেবল মুনাফার নেশায়।
তেল, গ্যাস আর প্ল্যাস্টিকের অপ-ব্যবহারে
নেশাগ্রস্ত যখন বিশ্ববাণিজ্য, সাতশত কোটির
গ্রহে বাংলা যখন নাম লেখায় ঘনবসতির রেকর্ডবুকে।
সর্ব দুঃখের মাঝেও যারা খুঁজে পায় সর্ব সম্ভাবনার আশা।
তারাও কি জানে কী হতে যাচ্ছে আসলে বঙ্গোপসাগরের প্রান্তে?
ক্ষুধা, দারিদ্র, ধর্মান্ধতাও যে জাতীকে থামিয়ে রাখতে পারে না,
তাদের জন্য আবার নিরাপদ আশ্রয় কিসের?