পৃথিবীতে আমিই সবচেয়ে সুখী
কারণ আমি অন্যদের অস্তিত্বে অবিশ্বাসী।
আমি মানুষকে শূন্যে হেঁটে চলা
অবয়ব ভেবে ভুল করি।
বৃক্ষকে দেখে আমি
শৈল্পিক মুগ্ধতা গিলে বসি,
পাখিদের কিচিরমিচির শব্দে
আমি হারিয়ে বসি সকল সুরের স্মৃতি;
আর গৃহে যখন ফিরি
তখন আমি হয়ে উঠি কেবল সুখ,
যেখানে চলতে গেলেও সুখ,
বসতে গেলেও সুখ,
শুতে গেলেও সুখ,
কষ্ট পেলেও সুখ,
একলা বসেও সুখ,
ওহো সুখ!
ওহো সুখ!!