অমরত্ব হাওয়া লতার মতো ছড়িয়ে পড়ে বনে বনে
মাকড়শার জাল ছিঁড়ে আত্মহত্যারত দুঃখহীনতার গান।
প্যারাসুটে বসে কেউ একজন ভাবে মৃত্যু শুধু সময়ের ব্যাপার
স্বর্গীয় আপেলে কামড় বসিয়ে টুরিং কি ভেবেছিলো জীবন-
আসলেই সময়হীন, জিব্রান কি জানতো যে
ভালোবাসাও কালহীন, আমাদের অনিত্য, দুঃখময়
আমাদের-গিরির মিথ্যা বাসনাগুলো কি সমসাময়িক
জগতে ছড়িয়ে পড়ছে খুব তাড়াতাড়ি, না, না
এনিয়েও শঙ্কিত হওয়ার আর কিছু নেই,  
সময়ের ঘড়ি থেকে নজর কেড়ে নাও শুধু
পুরো সময়ের ইতিহাস গিলে বসে হৃদপিণ্ডের
গান শোনাও মহাশূন্যে।