পাথরের সাথে ঘরবসতি আজ বড়ই বিস্ময়কর।
অথচ আমি এই পাথরের গায়েই আছড়ে পড়ি প্রতিদিন।
আমি ভাঙ্গি, ভাঙ্গতে ভাঙ্গতে হারিয়ে বসি 'আমির' শেষ বিন্দু।
তারপর যখন ছড়িয়ে পড়ি জলের মতন সেই নিষ্ঠুর কঠিন দেহে,
তখন ঐ বোবা পাথরই আমাকে গোটা ধর্মোপদেশ সঙ্কলন শিখিয়ে ছাড়ে !