পনেরো তলার বন্ধুদের দেখিনি আজ অনেককাল
বিকেল জুড়েই আড্ডায় মেতে কেটেছে বহুকাল।
গিটার হাতে জানালাতে দেখেছি সন্ধ্যার রূপ
ঘনবসতির শহর তবুও পেয়েছি অনেক সুখ।
দেখার আনন্দে, শোনার আনন্দে, বন্ধুদের আনাগোনায়
হারিয়েছিলাম নিজেকে একদা মিষ্টিমধুর দোটানায়।
বাসায় ফিরতে দেরি হতো তাই  
ছেড়ে অবেলায় বন্ধুত্বের হাত
বন্ধুদের সাথে জীবনটা যেন
মহাকাব্যিক এক অনুরাগ।
গানের সুরে ব্যবসায়ী, চাকুরে
হয় যদি একাকার।
সুখটানে দুঃখ তবে
হবে কুপোকাত।