একটা ট্রেন যাচ্ছে সবুজের ভেতর
দুদিকেই পাহাড়, ছোট ছোট কুঁড়েতে মানুষের বসবাস;
অসাধারণ বিকেলের নরম রোদ্দুরে হারিয়ে যায় যে কিশোর,
সে হঠাৎ বিচ্ছিন্ন হল পুরো সৌন্দর্য থেকে।
হ্যাঁ, হয়তো ভ্যানগগের ছবি মুগ্ধ করেছে তাকে বার বার,
কিন্তু সে আর প্রকৃতির ছোঁয়ার প্রয়োজন বোধ করেনি সহজাতভাবে।

অথচ জীবন চলছে নদীর মতন, মুগ্ধতায়,
শেষবিকেলের ঠিক আগেই তার শুকনো ঠোঁটে কিছু মৃদু তৃপ্তি।
অপেক্ষারত সেই প্রাগৈতিহাসিক নিম গাছের ডালে-
এখনো সে অপেক্ষারত একটা রেলগাড়ি আসবে, এই প্রাচীন জনপদ ধরে
রেললাইন উবে গেছে কবে, অথচ সে এখনও বসে আছে পাখি হয়ে।