একদিন শুক্রবার
আমার একমাত্র সন্তান
বাসায় নেই, মায়ের সাথে নানার বাড়ি।
যাবার বেলায় তার আনন্দের শেষ নেই,
তাই তার ডাইনোসর, হরেক রকম প্রানি আর গাড়িঘোড়ার খেলনাগুলো
এলোমেলো করে রেখেছে পুরো ঘরের মেঝেতে।


আমি হঠাৎ অন্য মানুষ-
আবার অনুপ্রাণিত হলাম,
জানালার সূর্যের আলো আড়াআড়িভাবে ঝুঁকে,
ব্যাপারটাকে আরো সহজ করে দিলো হারিয়ে যাওয়া শিশুটিকে খুঁজতে।
এবার আমি গভীর মনোযোগে খেলায় মেতে উঠলাম-
নানারকম বন্য প্রাণীদের মাঝে আমার উইলি-জীপ খানা চলছে-
কেনিয়ার একটা বিশাল অভয়ারণ্যের ভেতর---- ।


আস্তে আস্তে রোদ হেলে পড়ে----
কলিং বেল বেজে উঠে---
আমি দরজা খুলেই বুঝলাম,
এতক্ষন ছত্রিশ বছর আগের
'টাইম-মেশিনের' ভেতরেই ছিলাম------


আমার সন্তান আমাকে শাসিয়ে বললো-
"তুমি আর কক্ষনো আমার খেলনা ধরবে না!"
তারপর আবার আমি দৈনন্দিন জগতের দুঃখের সাগরে
নিষ্পেষিত হলাম!



রচনাকালঃ ২৩শে সেপ্টেম্বর, ২০১৩