আমি তোমাদের নতুন কবিতা শোনাবো
তবে আজ নয়,
যেদিন আমার গর্ভে জমে থাকা সহস্র কবিতারা মুক্তি পাবে
কবিতার রাজ্যে!
হাজার হাজার সুখ-দুঃখরা মিলেমিশে একাকার হবে
ঐশ্বরিক ইচ্ছের উম্মাদনায়!!
অহং-এর কৃষ্ণ গহবরে নিক্ষিপ্ত হবে
আমিত্তের ছিটেফোঁটা,
দেখবে তুমি নীল আকাশটা ছেয়ে গেছে
মিষ্টি সবুজ বাংলা বর্ণমালায়!
বাতাসও গাইবে “নিশিরাত বাঁকা চাঁদ আকাশে”-
সেইদিন আবার আমি তোমাদের নতুন কবিতা শোনাবো।



রচনাকালঃ ২০শে ডিসেম্বর, ২০১৪