যে পথ তুমি ফেলে এসেছো-
সময়ের সাথে,
স্মৃতির ভেতর রঙের ধারায়-
ধীরে, ধীরে,
বদলে গেলে অথচ এখনও দুঃখ করো-
ইতিহাস নিয়ে,
ভেবে দেখেছো কতো গভীর-
এই বিবর্তনের নদি!
কতোটা সার্বজনীন এই বিবর্তনের ধারা!
তাই তুমিও বিবর্তিত ধারার অংশ মাত্র-
অতিত, বর্তমান, ভবিষ্যৎ-
এভাবে আবার অতীত, বর্তমান, ভবিষ্যৎ-
হলদে, সবুজ, নীল-
আবার হলদে, সবুজ, নীল-
এই গতিশীল চক্রই-
আমি, তুমি, সে



১৪ই অক্টোবর, ২০১৩