মাথার ভেতরের
অনাবিল উচ্ছ্বাসে
ভেসে বেড়ায় যে পাখি
ডানা তার ঈষৎ মূল্যহীন
কারন- সে যে মুক্ত
সকল জৈবিক প্রচেষ্টার আনুষঙ্গিক থেকে
উড়ে বেড়ায় ইচ্ছেমত পিরামিডের ওপর
অথবা আল্পসের সবুজ বনরাজির মৌনতায়
ক্লান্ত হয়ে যখন লুটিয়ে পড়ে
সাহারার চকচকে বালির ফোয়ারায়-
অক্লান্ত উম্মাদনায়!
তারপর আবার মাথার ভেতরের অনাবিল চেতনায়
কিলবিল করে ত্রিমাত্রিক স্বপ্নের ভেতর
ফুল হয়ে ফোটে
লোম্বার্ডির উঁচু পাহাড়ে
সূর্যকে আলিঙ্গন করবে বলে
চিরসুন্দর অনিন্দ্য রঙের
সূর্যমুখী হয়ে!