আমার চোখ দুটো ঝিমিয়ে আসছে
কাঠের ল্যাম্পোস্টের মতন নুইয়ে পড়ছে তার আলো
হাতগুলো মেলার সরু বেলুনের মতন নড়ছে
তার ক্যাচকুচ শব্দে বিরক্তি বয়ে যায় বেবুনদের শহরে
পাগুলো বেঁধে রেখেছে সমাজ উল্টো ক্রুসেডে
আমি একটু আলাদা হলে ভালই হতো
নিরুদ্দেশ হতাম যদি সমুদ্রে বাতাসের স্রোতে
গ্রামীণ বাতাসে শাড়ীর আঁচলের রোদে
কেউ যদি অপেক্ষা করে সারাজীবন আমার ভেতর
তাকে যদি মুক্ত করতাম এই নিরুদ্দেশ উচ্ছ্বাসে



কাব্যগ্রন্থঃ চিরহরিৎ মানুষ(প্রথম প্রকাশঃ ২০০২)