এটা বিজ্ঞান নয়, এটা উপলব্ধি
এটা ধর্মোপদেশ নয়, এটা উত্তরণ
শান্ত পাহাড় ঘেঁষে বয়ে চলা নদী
শান্ত আকাশ, শান্ত প্রান
আসল ঘুড়িটা উড়ছে দিগন্ত ছুঁইয়ে
এটা উড়োজাহাজ নয়, স্রেফ কাগুজে
সমুদ্রের হিমশীতল পানিতে মাথা উঁচু করে আছে কিছু ডলফিন
এরা হাঙ্গর নয়, স্রেফ নিরীহ ডলফিন
হে দ্বিধাহীন মানুষ-
তুমি নির্দ্বিধায় সমুদ্রে হেঁটে যেতে পারো।


২৬শে জানুয়ারি, ২০১৫