উর্বর পৃথিবীর উর্বর মস্তিষ্কের শস্য দানা যখন বাড়ন্ত
তখন মানুষ কেন ফিরে যাবে অতীতে?
অতীতের জ্ঞান তো ঝরে যাওয়া ফুলের মতই প্রয়োজনহীন-
ফুরিয়ে গেছে যার সময় বহুকাল আগেই অসময়ের দূর্বা ঘাসের মতন;
অথচ পৃথিবীর অলস মস্তিষ্কের অনড় কিছু মানুষ খুঁজে বেড়ায় ভবিষ্যতের কথা- জীবনযাপনের গল্প-
সেই হারিয়ে যাওয়া দূর্বা ঘাসের ইতিকথা- তারপর রঙ মাখিয়ে গড়ে তোলে মিথ্যার ইটে গড়া মিথ্যার পাঠশালা-
সেই পাঠশালার অন্ধকারেই জমে গেছে তাদের বৃদ্ধি অথচ তারাই আবার রাজপথে নামে শাসিয়ে যায় মানুষকে জ্ঞান শেখাবে বলে!
জ্ঞান কি কখনও শাসিয়ে শেখানো যায়? জোর করে গেলানো যায়?
তারা সময় থাকতে সময়ের মুল্য দেয়না, অসময়ের মিথ্যার বেসাতি করে
আবার পাপ পুণ্যের হিসাব করে- তাদের দোষ ধরবে কে?
দোষ ধরার আগেই যারা দোষ ধরে বসে নিরীহ মানুষের-
টুটি চেপে ধরে মানবতার, সহজাত স্বাধীনতার!
প্রয়োজনে তোমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে অন্ধকার পাঠশালায়-
নইলে তোমার জীবন নিয়ে যাবে- শয়তানের পুলিশদের আর কে আটকায়!


১১ই জানুয়ারি, ২০১৫