এতো গুলো "হলিউড" কায়দার দুঃখ যে
ভু-গোলককে একসাথে আক্রান্ত করবে-
তা আসলেই ভাবনাতিত
তবুও দেরিতে হলেও- তোমাকে শুভেচ্ছা-
"হ্যাপি নিউ ইয়ার বেবি"!
রক্তাক্ত বে অফ বেঙ্গল-
"পূর্ব ইউরোপে শেলের শব্দ'
আর উত্তাল আরব যখন আরও উমত্ত-
ঠিক তখনই তোমার জন্ম-
মনে হচ্ছে তুমিই একমাত্র-
মহাকালের সিজারিয়ান বেবি ইয়ার!-
- হে মহান ২০১৫
তুমি বরফ শীতল কানাডিয়ান দীর্ঘ ম্যারাথন
হেলমেট বিহীন স্লেজ-গাড়ির দুঃসাহসিক আনন্দ,
অথবা নরেন্দ্র-মোদীর উচ্চ বিলাসী মহাভারতীয় জাগরণ
আর উত্থিত অসুরিও শক্তি স্বয়ং "আই এস আই এল"
মল্ল যুদ্ধে দুই বাঙালী নেত্রীর গ্রীক উপাখ্যান-
একজন আসছে রথে চড়ে জননেত্রি "একিলিসা"
আরেকজন নামছে পেট্রোল-বোমা হাতে অনড়-নেত্রী "হেক্টরিয়া"
শান্তির দূত বারাক ওবামা!
অথবা দল বিহীন এক ভাল্লুক-পুতিন
ফরাসী দেশীয় চুইংগাম "শার্লি এব্দো"-
ওভার-ডোজ্ড স্বাধীনতা-
ফ্রিডম অফ এক্সপ্রেশেনের "র‍্যাপ-সঙ্গীত"!
জাপানিজ অর্থনীতির কাবুকি-নৃত্য,
ট্রান্স-সেক্সুয়েল জ্বরে আক্রান্ত যখন-
পরিণত পাশ্চাত্যের- অপরিণত বিবেক;
১৪০০ বছর আগে ফিরে যাবার আরবীয় প্রবণতা-
তার পদধ্বনিতে কাঁপছে পুরো ভূমধ্য সাগর,
ল্যাতিন আমেরিকার উমত্ত গণকবর থেকে-
গজিয়ে ওঠা পপিফুল
অথবা বায়োহ্যাজার্ড "ইবোলা"
হ্যালো ২০১৫! তুমি কি শুনছো?
তুমি কি ফুরিয়ে আসা সময়ের টিস্যু-পেপারের প্রান্ত?
নাকি যেখান থেকে শুরু হতে পারে-
আরেকটি প্যাপিরেসিয়ো মিশরীয় সভ্যতা
হ্যালো- আন্তর্জালের আন্তর্জাতিক ২০১৫!


১২ই জানুয়ারি, ২০১৫