কখনো ধূসর অথবা কখনো রঙিন খদ্দের পাঞ্জাবী গায়ে
যে মানুষটা ঘুরে বেড়ায় আমাদের পাহাড়ি শহর জুড়ে ঝোলা হাতে,
ধীরে ধীরে পাহাড় উধাও হয়ে গেলেও-
এক চিলতেও কমেনি যে মানুষটার দৃঢ়তা,
চির অসাম্প্রদায়িক মানুষটা যেন- চির শান্ত পূর্ব জন্ম থেকেই
সমালোচনা যা ছিল, তাও আজ শুকিয়ে কাঠ হয়েছে;
অথচ মানুষটার দীপ্তি যেন আরও বাড়ছে
দৈবাৎ একদিন দুই চোখ একসাথে দেখতে পেয়ে-
ধরে নিয়েছিলাম এই মানুষটার বাস অপার্থিব সীমানায়;
দেশে যখন পরিণত মানুষের বড়ই আকাল
তখন এরকম একজনকেই খুঁজি আমরা প্রজাতন্ত্রের মূল আসনে,
নির্লোভ, অল্পভাষী আর সদায় হাসি-
যে মানুষটার কবি পরিচিতিই যেন তার চির তৃপ্তি,
সেই মানুষটাকে বলতে ইচ্ছে করে-
দাদা তুমি শুধু কবি নও- তোমার জীবনটায় একটা ছন্দময় কবিতা !
আত্মীয়তার কথা বাদই দিলাম
যদি হতে পারতাম- তোমার মতন-
নিরব, স্থির শুধু একটি প্রাণ !


১৪ই জানুয়ারি, ২০১৫