যে ভাষার জন্যে আমরা হারিয়েছি-
সালাম, রফিক বরকতের মতন কিছু মহৎ প্রাণ,
যে ভাষার জন্যে আমরা পেয়েছি-
রবীন্দ্র-নজরুল, জীবনানন্দ আর লালনের চেতনার গান!
তাই ভয় নেই, ভাষা ও অস্তিত্তের মিলনে বেঁচে থাকা ষোল কোটি প্রাণের ধারা-
সেটা আর কে বোঝে?- তৃতীয় দুনিয়ার এই অবহেলিত বাঙাল ছাড়া !
কই পৃথিবীতে এমন তো কোন জাতি আর নেই- যারা দিতে জানে প্রাণ   ভাষার জন্যে?
বরং ভোগের নেশায় কতো জাতী বিকিয়ে দিয়েছে নিজের ভাষাকে- সে হিসেব কে রাখে?
অথচ আমরাই পারি শুধু, তাই পৃথিবীকে দেখিয়েছি, শিখিয়েছি- ভাষা কতো মধুর!
হ্যাঁ, হতে পারি আমরা নমঃশূদ্র, অনার্য অথবা মিশ্র কিছুর-
ঝড়-ঝঞ্জাট, বন্যা, রাজনীতি কোন কিছুই কেড়ে নিতে পারে না-
আমাদের অস্তিত্তের মূল সুত্র ভাষাকে-
যতদিন একুশ থাকবে-
একুশ থাকবে ।


১৬ই জানুয়ারি, ২০১৫