দুর্ভাগ্যের ভাষাহীন এক দেশে
যখন মাতৃভাষা করা নাড়ে
একুশ হয়ে,
মনে করিয়ে দেয় চেতনার-
উদ্দীপনার- দেশ গড়ার,
গলাবাজ রাজনীতিবিদরা দলীয় চশমা দিয়ে ঘোরে-
পল্টনের রাস্তায়, একুশ যে একটি চেতনা সেটা তারা বোঝে না,
অথচ নগ্ন পায়ে হাজার টাকার ফুলের তোরা বিসর্জন দিয়ে আসে প্রভাতেই-
টিভির ক্যামেরায় ধরা পড়বে বলে-
আর ঘরে ফেরে মন্ত্রী হবার বাসনায়!
আমাদের কাছে একুশ হচ্ছে চেতনা-
আর ওদের কাছে স্রেফ ক্ষমতার বাসনা!


২১শে ফেব্রুয়ারী, ২০১৫