যা যা বলার বাকী ছিল
সব বলেছি ফেলে
মুখে এবার কুলুপ এঁটে
চলবো দুচোখ মেলে;

প্রতিবাদের ভাষা যদি
শুধু দুচোখ হতো
চোখে-মুখের অভিব্যাক্তি
রাজ্য চালিয়ে যেতো ।


ভাষা হবে গুলির মতো
ছুটবে প্রয়োজনে
ভাষা ছাড়া অন্য কিছু
ব্যর্থ হবে জেনে;


চুপটি করে থাকার মাঝে
লুকিয়ে আছে যে সুখ
সারা জগৎ ঘুরে ফিরে
মিলবে না এইটুক !



২৫শে ফেব্রুয়ারী, ২০১৫