যে জানালা থেকে জীবন উপভোগ করেছিলে এতোদিন-
অদৃশ্য সুরার পেয়ালা হাতে,
গ্রীষ্মের শুরুতেই পালটে গেছে তার রঙ, রীতি আর সমকালিনতা;
যদি পালটাতে জানো চশমার রঙ-
দেখবে প্রেক্ষাপটও পালটে যাবে দ্রুত,
আর যদি না হয়-
তাহলে বুঝবো তুমি বিদ্রোহী;
বিদ্রোহ মানে এখানে-
অনন্ত দুঃখের দোরগোড়ায় কড়া নাড়ার-
স্বাধীনতার জন্য বিদ্রোহ ।


২৮শে ফেব্রুয়ারী, ২০১৫